৮ উইকেটে ২৭০ রান নিয়ে গতকাল টেস্টের প্রথম দিনের খেলা শেষে আয়ারল্যান্ড কোচ বলেছিলেন, সুযোগ থাকলে তো ৬০০ রানও করতে চাই! সেই সুযোগটা আর পেলেন না সফরকারীরা। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ১২ রান যোগ করতেই আইরিশদের বাকি দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
অর্থাৎ সিলেট টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। সকালে বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অপরাজিত ছিলেন ম্যাথু হ্যামফ্রেস ও বাডি ম্যাকার্থি। আইরিশদের দুই উইকেট তুলে নিতে সকালে মাত্র ১৪ বল খরচ করতে হয়েছে বাংলাদেশকে।
নিজের মুখোমুখি দ্বিতীয় বলেই আউট হওয়া ম্যাথু হ্যামফ্রেসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। খানিক বাদে ম্যাকার্থিকে সরাসরি বোল্ড করেছেন পেসার হাসান মাহমুদ। গতকাল শেষ বিকেলে বেশ ভালোই ব্যাট করছিলেন ম্যাকার্থি। আজ আউট হয়েছেন ৬৪ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করে।
গতকাল আয়ারল্যান্ডের হয়ে ওপেনার পল স্ট্যার্লিং ৬০, তিনে নামা কেডি কারমাইকেল ৫০ রান করেন। বাংলাদেশে হয়ে তিনটি উইকেট পেয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন অপর দুই স্পিনার তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ এবং পেসার হাসান মাহমুদ। বাকি উইকেটটি পেসার নাহিদ রানার।