Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদমানের সেঞ্চুরি মিস, সেঞ্চুরির কাছাকাছি মাহমুদুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৪:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:২৯

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের ২৮৬ রানের দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক চমৎকার দুটি ইনিংস খেলেছেন। দারুণ খেলতে থাকা দুই ওপেনারকেই মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন। সাদমানের সেঞ্চুরি সম্ভবনা অবশ্য ইতোমধ্যেই শেষ হয়েছে। ৮০ রানের মাথায় আউট হয়েছেন। তবে অপর ওপেনার মাহমুদুল হাসান জয় সেঞ্চুরির কাছাকাছি।

টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯৮ রান। ৯৪ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ২১ রানে অপরাজিত মুমিনুল হক।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান তোলা আইরিশরা আজ সকালে সেভাবে সুবিধা করতে পারেননি। তারপর জবাব দিতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয় সেভাবে সুযোগই দেননি প্রতিপক্ষকে। বিনা উইকেটে ১০৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। মধ্যাহ্ন বিরতির আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুজন। বিরতি শেষেও সাবলীল খেলছিলেন দুজন। মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন দুজনই।

কিন্তু ব্যক্তিগত ৮০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। ভেঙে যায় মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের ১৬৮ রানের ওপেনিং জুটি। ২০১৫ সালের পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। সাদমান আউট হওয়ার পর মমিনুলকে নিয়ে এগুতে থাকেন মাহমুদুল হাসান। চা বিরতির আগে আর উইকেট পতন হতে দেননি দুজন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর