টানা অফ ফর্মের কারণে শ্রীলংকা সিরিজে দল থেকে বাদ পরেছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফিরেই বাজিমাত। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিলেন তরুণ ওপেনার।
সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে দারুণ একটা সেঞ্চুরি করে অপরাজিত আছেন মাহমুদুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১০৮ রানে অপরাজিত। ২০৩ বল খেলে ৮টি চার ১টি ছক্কার সাহায্যে এই রান করেছেন জয়।
সময়ের হিসেবে সাতে ৩ বছরেরও বেশি সময় পর সেঞ্চুরি পেলেন জয়। ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক তরুণ ওপেনারের। ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তারপর কেটে গেছে সাড়ে তিন বছরেরও বেশি সময়। আজ সেই অপেক্ষার শেষ হলো।
সিলেট টেস্টের আজ দ্বিতীয় দিন সকালে সফরকারী আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তারপর সাদমান ইসলাম অনিকের সঙ্গে বাংলাদেশের ইনিংসের সূচনা করতে নেমেছিলেন মাহমুদুল। আইরিশ বোলারদের সেভাবে সুগোই দেননি দুজন।
আজ দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মাহমুদুল। দিনের তৃতীয় সেশনে এসে সেঞ্চুরি পূর্ণ করেছেন। মাহমুদুলের সেঞ্চুরিতে বেশ শক্ত অবস্থানেই পৌঁছে গেছে বাংলাদেশ।