জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে সিরাজগঞ্জ ও দিনাজপুর। গতকাল প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দিনাজপুর। আজ দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ।
আগামীকাল পৌনে তিনটায় কমলাপুর স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
আজ কমলাপুর স্টেডিয়ামেই দ্বিতীয় সেমিফাইনালে যশোরকে ২-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জ। একই মাঠে কাল প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম সেমিফাইনালে চট্টগ্রামকে ৩-২ গোলে হারায় দিনাজপুর। দিনাজপুরের হয়ে জোড়া গোল করেছেন মিলন ইসলাম, অপর গোলটি করেছেন সাগর মোহন্ত। আর চট্টগ্রামের হয়ে গোল করেছেন জাহেদুল ও আকতারুজ্জামান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তিন বছর পর এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে এএফসি সভাপতিকে প্রধান অতিথি করার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে এসে ঢাকা সফর স্থগিত করেছেন তিনি।