Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি পেলেন নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:৪১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৩:৫৪

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ অবস্থানে বাংলাদেশ। তবে দলের দারুণ দিনে শান্তির খবর পেলেন তরুণ পেসার নাহিদ রানা। শৃঙ্খলাভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হচ্ছে নাহিদের।

ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিনে, আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। নিজের বলেই ফিল্ডিং করার পর নাহিদ রানা অপ্রয়োজনীয়ভাবে বল ছুড়ে মারেন আইরিশ ব্যাটার কেড কারমাইকেল–এর দিকে, যা গিয়ে লাগে তার প্যাডে। তখন কারমাইকেল ক্রিজের ভেতরেই ছিলেন। বিষয়টিকে আইসিসি “অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ” হিসেবে আখ্যা দেয়।

এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অভিযোগ স্বীকার করে নিয়েছেন রানা। যাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধের শাস্তি হতে পারে সতর্কতা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত। কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ২৪ মাসে চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। যাতে ওই খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/টি–টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়।

অবশ্য গত ২৪ মাসে নাহিদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ উঠেনি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর