আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং দাপট অব্যাহত। গতকাল টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক সৌরভ। আজ সেই ধারা অব্যাহত রেখেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।
বাংলাদেশের প্রথম ইনিংস ইতোমধ্যেই পাঁচশ ছাড়িয়েছে। লিড দুইশ ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের রান ৪ উইকেটে ৫১০। ৮৮ রানে ব্যাট করছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ঠিক ৫০ রানে অপরাজিত লিটন কুমরা দাস।
বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ১৬৯ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির সম্ভবনা দেখাচ্ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অপর প্রান্তে ৮০ রানে অপরাজিত থাকা মুমিনুল হক সৌরভ সেঞ্চুরির সম্ভবনা দেখাচ্ছিলেন। কিন্তু দুই সম্ভবনার কোনটিই সত্য হয়নি।
মুমিনুল আজ সকালে আর মাত্র ২ রান তুলতে পেরেছেন আর তরুণ ওপেনার জয়ও যোগ করতে পেরেছেন ২ রান। ব্যক্তিগত ১৭১ রানে মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জয়। ১৪টি চার ৪টি ছক্কার সাহায্যে করেছেন এই রান। মুমিনুল হক ৮২ রানের মাথায় ফিরেছেন ক্যাচ আউট হয়ে। ১৩২ বলে ৮২ রান করার পথে মুমিনুল চার হাঁকিয়েছিলেন ৫টি, ছক্কা ২টি।
এরপর দৃষ্টি ছিল ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের দিকে। অভিজ্ঞ মুশফিক অবশ্য বেশ সাবলীলই খেলছিলেন। কিন্তু হঠাৎ ভুল লাইনে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। ফিরেছেন ৫২ বলে ২৩ রান করে।
তারপর থেকে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছেন। শান্ত ৯৪ বলে ১৪টি চারের সাহায্যে ৮৮ রান করে অপরাজিত। এর মধ্য দিয়ে একটা রেকর্ডও হলো। এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটি পেলেন। লিটন দাস ফিফটি পূর্ণ করেছেন মাত্র ৫৩ বলে! ৭টি চার ১টি ছয়ে এই রান করেছেন লিটন।