সিলেট টেস্টে বাংলাদেশের দাপট চলছেই। তিন দিনেই জয় দেখছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানেই গুটিয়ে দিয়ে ৫৮৭ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। যাতে ৩০১ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল। পরে বোলিং করতে নেমে একশর আগেই আইরশদের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬ রান। অর্থাৎ এখনো ২১৫ রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড। হাতে উইকেট আছে পাঁচটি। বাংলাদেশের স্পিনাররা পিচে যেমন টার্ন পাচ্ছেন তাতে ইনিংস ব্যবধানে হারার বড় শঙ্কাই আছে সফরকারীদের।
আয়ারল্যান্ডের এখন পর্যন্ত পতন হওয়া পাঁচ উইকেটের তিনটি নিয়েছেন স্পিনাররা, দুটি অভিষিক্ত হাসান মুরাদ একটি তাইজুল ইসলাম। এক উইকেট পেয়েছেন পেসার নাহিদ রানা। অপরটি রান আউট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা আয়ারল্যান্ডকে শুরু থেকেই নাস্তানাবুদ করেছেন বাংলাদেশি বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানার ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন আগের ইনিংসে দারুণ ব্যাটিং করা কেডি কারমাইকেল।
এরপর হ্যারি ট্যাক্টরকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন আগের ইনিংসে দারুণ একটা ফিফটি করা পল স্ট্যার্লিং। আইরিশ অভিজ্ঞ ওপেনার ফিফটি পেতে পারতেন আজও। তবে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত একটা প্রচেষ্টায় রান আউট হয়েছেন ৫৯ বলে ৪৩ রান করে। এরপর আইরিশদের পক্ষে আর প্রতিরোধ গড়তে পারেননি কেউ।
দাঁতে দাঁত চেপে ক্রিজে পড়ে থাকতে চাওয়া হ্যারি ট্যাক্টরকে দলীয় ৬৮ রানের মাথায় এলবিডব্লিউ করে তৃতীয় উইকেট এনে দেন তাইজুল ইসলাম। শেষ বিকেলে নিজের পর পর দুই ওভারে দুই উইকেট এনে দিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ।
হাসান মুরাদকে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন কার্টিস ক্যাস্ফার। ডান পাশে লাফিয়ে দারুণ এক ক্যাচ নিয়ে কার্টিসকে ফিরিয়েছেন সাদমান ইসলাম অনিক। পরের ওভারে রিভিউ নিয়ে লোরকান টাকারকেও ফিরিয়েছেন হাসান।
এর আগে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।