Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজা জাদুতেও জিততে পারল না বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২২:১০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল করে জাতীয় স্টেডিয়ামের গ্যালারীকে উত্তাল সাগর বানিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। তবে হামজা জাদু দেখালেও জিততে পারেনি বাংলাদেশ। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এই ম্যাচেও সেই শেষ মুহূর্তের গোল খাওয়ার পুরনো রোগে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নেপাল। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল করে বাংলাদেশি দর্শকদের উল্লাসে ফাটিয়েছেন হামজা। তার প্রথম গোলটা তো ছিল দেখার মতো। দুর্দান্ত বাইসাইকেল শটে গোল করেন লেস্টার সিটির এই তারকা। শেষ দিকে হালকা ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় হামজাকে। বাংলাদেশ গোল হজম করল তখনই। যোগ করা সময়ে ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে গোল হজম করে জয় হাতছাড়া করেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচের শুরুটা করেছিল ধীরগতির ফুটবলে। তবে বলের দখল বা ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। ৩২ মিনিট হঠাৎ শ্রোতের বিপরীতে গিয়ে গোল হজম করে বসে বাংলাদেশ। নেপালের ফুটবলারের কাটব্যাক ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডার সোহেল রানা। খানিকটা দৌড়ে রোহিত চাঁদ জোড়ালো গড়ানো শট নেন। বাংলাদেশের গোলরক্ষক সময় পেলেও বল ফেরাতে পারেননি। প্রথমার্ধে আর গোল হয়নি। বাংলাদেশের পায়ে বলের দখল বেশি থাকলেও ফিনিশিংয়ে হতাশ করেছেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা।

বিরতি থেকে ফিরে সব আলো কেড়ে নেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহিমের ক্রম নেপালী ডিফেন্ডার ক্লিয়ার করলে বল পেয়ে যান জামাল ভূঁইয়া। হালকা উড়িয়ে বল বাড়ান হামজা চৌধুরীর হেডের পজিশনে। কিন্তু হামজা জায়গা করে নিয়ে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিক নেন। চমৎকার ভাবে বল জড়িয়ে যায় জালে- দেখার মতো একটা গোলে ম্যাচে ১-১ ব্যবধানে সমতায় ফেরে বাংলাদেশ।

চার মিনিট হামজার আরেক গোল। ডি-বক্সে ফরোয়ার্ড রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। হামজা এগিয়ে আসেন পেনাল্টি নিতে। দুর্দান্ত পানেনকা শটে বল জালে জড়িয়ে দিয়ে গ্যালারির দর্শকদের উল্লাসে ভাসান হামজা।

ম্যাচের ৮০তম মিনিটে হামজাকে উড়িয়ে নেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হালকা চোট পেয়েছিলেন হামজা। ক্যাবরেরা আর ঝুঁকি নিতে চাননি, তাকে উঠিয়ে নেন মাঠ থেকে। পরে যোগ করা সময়ে গোল হজম করে জয়বঞ্চিত হয় বাংলাদেশ।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে হামজা চোট কাটিয়ে উঠবেন সেটাই আপাতত প্রত্যাশা বাংলাদেশের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর