Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট টেস্ট: চার দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৩:১৮

সিলেট টেস্টের দ্বিতীয় দিন থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে সফরকারী আয়ারল্যান্ডকে যে চাপে ফেলেছিল বাংলাদেশ আইরিশরা আর তা কাটিয়ে উঠতে পারেনি। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সামনে ৩০১ রানের লিড দাঁড় করিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশি স্পিনারদের সামনে এতো রান করতে পারেননি সফরকারীরা। ফলাফল চার দিনেই সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ।

৩০১ রানের জবাব দিতে নেমে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৫৪ রানে। ফলাফল বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

বড় ব্যবধানে হারলেও আয়ারল্যান্ডের লোয়াড অর্ডার ভালোই খেলেছে বলতে হবে। মাত্র ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত গিয়ে থামল ২৫৪ রানে।

শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের জয়ের সহজ সমীকরণই ছিল। ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ উইকেট। অপর দিকে ইনিংস হার এড়াতে হলে আয়ারল্যান্ডকে তুলতে হতো ২১৬ রান। পিচে যেমন স্পিন ধরছিল তাতে মনে হচ্ছিল না যে খুব বেশিদূর যেতে পারবেন আইরিশরা, হলোও তাই।

আজ দিনের শুরুটা করেছিলেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন ম্যাথু হামফ্রিস। ১৬ রানের মাথায় স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। এরপর আন্দ্রে বালবার্নি ও আন্দ্রে ম্যাকব্রাইন ৬৬ রানের শক্ত একটা জুটি গড়েন।

অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ এই জুটি ভাঙেন। বালবার্নিও ফিরেছেন মুরাদকে সুইপ খেলতে গিয়ে। ৩৮ রান করেন আইরিশ অধিনায়ক। প্রথম সেশনে এই দুই উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে আয়ারল্যান্ড। লাঞ্চের পরেই ম্যাকব্রাইনকে ফিরিয়ে দেন পেসার নাহিদ রানা। নাহিদ রানার বাউন্সারে পুল খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন ১০৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রান করা ম্যাকব্রাইন।

দলীয় ২৫২ রানের মাথায় জর্ডান নীলকে ফেরান হাসান মুরাদ। হাসানকে বড় শট খেলতে গিয়ে সাদমান ইসলাম অনিকের হাতে ক্যাচ দেন ৩৬ রান করা নীল। তারপর ২ রান যোগ করতেই আয়ারল্যান্ডের দশম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। ৬০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। বাকি দুই উইকেট পেসার নাহিদ রানার। প্রথম ইনিংসে তিন উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর