এমনও ফ্যান আছে!
১২ জুলাই ২০১৮ ২১:৪১
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই যেন ইংল্যান্ডের ভবিষ্যত দেখে ফেলেছিল অনেকেই। তারই ধারাবাহিকতায় ত্রি লায়ন্সরা সাফল্য পাচ্ছিল হাতে নাতে। তাই ঘটা করে স্লোগান তৈরি হয়েছিল-‘ইটস কামিং হোম’। তবে, ইংলিশদের স্বপ্নকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।
এটাতো ম্যাচের রেজাল্ট মাত্র। কিন্তু সমর্থকদের মধ্যে ইংল্যান্ডকে ঘিরে বিশ্বকাপ উন্মাদনা ছাড়িয়ে গিয়েছিল অনেক কিছুতেই। এই যেমন একজন ট্যাটু আঁকিয়েছেন পায়ে-হাতে ও পুরো শরীরে।
ইংল্যান্ডকে বিশ্বকাপজয়ী বানিয়ে নিজের শরীরে উল্কি জুড়েছেন অনেকে। তেমনই একজন হলের টেডি এলেন। ইংলিশ এই সমর্থক নিজের পায়ে ট্যাটু এঁকেছেন হ্যারিকেনের ছবি দিয়ে। সেটি অবশ্য ক্রোয়েশিয়া ম্যাচের আগেই।
https://www.facebook.com/photo.php?fbid=1782337175178716&set=a.102538116491972.5242.100002073513311&type=3&theater
পায়ে লিখেছেন, ‘রাশিয়া বিশ্বকাপ ২০১৮ জয়ী’। আশাবাদী হয়েই এমন ট্যাটু করিয়েছেন বলে বিবিসিকে জানিয়েছিলেন এলেন।
ফ্রেস প্রিন্স নামের আরেকজন তার শরীরে একই কথা লিখে ট্যাটু করিয়েছেন।
https://twitter.com/iamwytunes/status/1017150231266365440
সেই তালিকায় আছেন ম্যাক্কাও। ‘ইটস কামিং হোম’ লিখেছেন তিনি। ইংল্যান্ড দলের ফুটবলার ম্যাগুইর ছবি এঁকেছেন ম্যাট বেনটন। সেই ছবি মেনশন করেছেন ফুটবলার নিজেই।
First tattoo #itscominghome #threelions @England 🦁🦁🦁 pic.twitter.com/UPxoF9cRvg
— Macca (@Ryan_Macdonald_) July 8, 2018
দলের বিদায়ের পর ট্যাটু নিয়ে কি ভাবছেন তারা? রাখবেন না মুছে ফেলবেন? এমন প্রশ্নের জবাবে আশাবাদী তারা। রেখে দিতে চান। দেশের চ্যাম্পিয়ন হওয়া বেশি দেরি নয় মনে করছেন তারা।
ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের বেদনা
ইংল্যান্ডকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া
সারাবাংলা/জেএইচ