বাংলাদেশ ক্রীড়াঙ্গনের চোখ আজ মিরপুর স্টেডিয়ামে। কারণ আজ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশতম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। মুশফিকের মাইলফলকের ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যার্টিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পেস আক্রমণে পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর একাদশে ডুকেছেন পেসার ইবাদত হোসেন। তার সঙ্গে একাদশে ঢুকেছেন অপর পেসার সৈয়দ খালেদ আহমেদও।
এই দুজনকে জায়গা করে দিতে বাদ পরেছেন গত ম্যাচে খেলা দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। ব্যাটিং ও স্পিন বোলিং ইউনিটে পরিবর্তন নেই।
সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।