অনন্য মাইলফলকে দেশম
১২ জুলাই ২০১৮ ২২:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ফ্রান্সকে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারার সুবর্ণ সুযোগ তার। তার হাতেই উঠেছিল ফ্রান্সের প্রথম বিশ্বকাপের সোনালী ট্রফি। ২০ বছর পর কোচ হিসেবে ফ্রান্সকে দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন উপহার দেয়ার পরীক্ষায় দাঁড়িয়ে আছেন তিনি। নাম দিদিয়ের দেশম।
পাশাপাশি কয়েকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। কোচ ও খেলোয়াড় হিসেবে চতুর্থ ব্যক্তি হিসেবে বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে যাওয়ার রেকর্ড তার দখলে।
আর যদি স্বপ্নটা পূরণ করেন তাহলে মারিও জাগালো ও ফ্রেন্স বেকেবাওয়ারের পাশে নাম লেখাবেন দেশম। এই দুই কিংবদন্তি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ ঘরে তুলেছিলেন।
বাকী একজন আছেন এই তালিকায়। রুডি ভোলার। তিনিও এই তালিকায় অবস্থান করছেন।
মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জেতেন। তারপরে ১৯৭০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। আর ফ্র্যাঙ্ক বেকেনবাওয়ার ১৯৭৪ সালে খেলোয়াড় হিসাবে ও ১৯৯০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। একই কীর্তি দেশম অর্জন করতে পারেন কি না তা জানা যাবে ১৫ জুলাইয়ের ফাইনাল শেষে।
১৯৯৮ সালে ফরাসিদের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দেশম। সেবার ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ পেয়েছিল তারা। পরে দেশমের নেতৃত্বে ২০০৬ সালে ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠেও ইতালির কাছে হেরে গিয়েছিল।
বেকেনবাওয়ারের দলেই ছিলেন রুডি বোলার। এরপর ২০০২ সালে জার্মানির দায়িত্ব পেয়ে দলকে ফাইনালে তুলেছেন। তবে, ট্রফিটি চুমু খাওয়া হয়নি তার ভাগ্যে। ব্রাজিলের কাছে ২-০ ব্যবধানে হেরে রানারআপ হয়ে খুশি থাকতে হয়েছিল জার্মানির।
এখন দেশমের পালা। পারবেন ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতে? পারবেন নিজের এই রেকর্ড গড়তে? প্রশ্নের জবাব মিলবে ১৫জুলাই রাতে। বিশ্বকাপের ফাইনালে।
জাগালো-বেকেনবাওয়ারকে ছোঁয়ার হাতছানি দেশমের সামনে
সারাবাংলা/জেএইচ