Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের সেঞ্চুরি নিয়ে একদমই বিচলিত নয় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০২:১১

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে এখন পর্যন্ত উপলক্ষটা রাঙিয়েই যাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশি তারকা। দিনের খেলা শেষে মুশফিক অপরাজিত ৯৯ রানে।

দিনের খেলা দুই-এক ওভার বাড়ানোর প্রস্তাবে রাজি হলে আজও হয়ত সেঞ্চুরিটা পূর্ণ হতো মুশফিকের। শততম টেস্টে মুশফিকদের শতক দেখতে এখন একটা রাত অপেক্ষা করতেই হবে। সকালে নতুন বল নতুন সিচুয়েশন আবার প্রত্যাশার চাপ সব কিছুই মোকাবিলা করতে হবে মুশফিককে।

তবে বাংলাদেশ দল এসব নিয়ে একদমই ভাবছে না। কারণ নামটা মুশফিকুর রহিম। এমন বহু চাপ, বহু প্রতিবন্ধকা পেরুনো যার নিয়মিত কাজ।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে মুমিনুল হক এসেছিলেন বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে। মুশফিক সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে দিনের খেলা শেষ হয়ে গেল, বিষয়টি চিন্তার কিনা এমন প্রশ্ন ছুটে গিয়েছিল মুমিনুলের দিকে। বলেছেন, দলের কেউই চিন্তিত না।

মুমিনুল বলেন, ‘একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে (সেঞ্চুরি)। যদিও ওরা দেরি করেছে (বোলিংয়ে), এই কারণে হয়তো হয়নি। আমার আমিও খুব বেশি চিন্তিত না, কারণ উনি আগেও ১০০ করেছেন, ২০০ করার অভ্যাস আছে।’

‘আমিও জানি, ওই জায়গায় উনি প্যানিক (বিচলিত) হয় না। প্যানিক কম হয় আল্লাহর রহমতে, সেই কারণে আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো একটু চিন্তায় থাকতাম। উনি যেহেতু আছে, আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’- যোগ করেছেন মুমিনুল।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস