দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই অনিশ্চয়তা! তৃতীয় দফায় পেছাচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট।
সবকিছু ঠিক থাকলে আসন্ন বিপিএলের মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ১৬ জানুয়ারী। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার ড্রাফট নিয়ে চলছে ধোঁয়াশা।
১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের প্লেয়ার ড্রাফট। পরে সেটি পিছিয়ে করা হয় ২১ নভেম্বর। পরে আবারও পেছানো হয় ডেট। ২৩ তারিখ নির্ধারণ করা হয় প্লেয়ার ড্রাফটের দিন। সেই তারিখটাও আর থাকছে না।
বাংলাদেশ ক্রিকেটর বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।
জানা গেছে, মূলত ক্লাবগুলোর ব্যাংক গ্যারান্টি ইস্যুর কারণে বিপিএলের ড্রাফট পেছাচ্ছে। বিপিএলে দল পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১০ কোটি টাকার ব্যাংক গারান্টি দিয়ে তবেই ড্রাফটে বসতে হবে, বলা হয়েছিল এমন কথাই।
দুটি ফ্র্যাঞ্চাইজি নাকি ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেননি। তিনটি ফ্র্যাঞ্চাইজি টাকা জম দিলেও পুরো টাকা পরিশোধ করেছে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি। মূলত এই কারণেই ড্রাফট দেরি হচ্ছে।
শোনা যাচ্ছে, ব্যাংক গ্যারান্টির ১০ কোটি টাকা পরিশোধ করতে পেরেছে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি। একটি ফ্র্যাঞ্চাইজি কোনো টাকাই জমা দিতে পারেননি। বিসিবি সেই কারণে সেই ফ্র্যাঞ্চাইজির বদলে নতুন দল খোঁজা শুরু করে দিয়েছে। উপযুক্ত কাউকে না পেলে বিসিবি নিজেই সেই দল পরিচালনা করবে বলে ভাবা হচ্ছে।