Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৬:৪৫

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান তুলেছে বাংলাদেশ। বড় সংগ্রহ নিয়ে বোলিং করতে নেমে বোলিংয়েও আয়ারল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। দলীয় একশর আগেই আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছেন স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৯৪ রান। অর্থাৎ প্রথম ইনিংসে এখনো ৩৮২ রানে পিছিয়ে সফরকারীরা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলের প্রথম টেস্টটা ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মিরপুর টেস্টও সেদিকেই যাচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৭৬ রান তুলে থেমেছে। পরে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল আয়ারল্যান্ড। পল স্ট্যার্লিং আবারও ঝড়ো শুরু করেছিলেন। তবে বেশিদূর এগুতে পারেননি আইরিশ ওপেনার।

বিজ্ঞাপন

খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হয়েছেন ২৬ বলে ২৭ রান করে। খানিক বাদে আন্দ্রে বালবার্নিকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্পিনার হাসান ‍মুরাদ। আইরিশ অধিনায়ক বালবার্নি ৬০ বলে ৩টি চারে করেছেন ২১ রান।

আয়ারল্যান্ড উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। দলীয় ৭৯ রানের মাথায় তিনে নামা কেডি কারমাইকেলকে (১৭) ফেরান মেহেদি হাসান মিরাজ। ৮৪ রানের মাথায় হাসান মুরাদের দ্বিতীয় শিকার হয়েছেন কার্টিস ক্যাম্ফার। দুর্দান্ত এক ডেলিভারিতে শূন্য রান করা ক্যাম্ফারকে সরাসরি বোল্ড করেছেন মুরাদ। এর খানিক পর আইরিশদের দলীয় ৯৫ রানের মাথায় ৩৪ বলে ১৭ রান করা হ্যারি ট্যাক্টরকে ফেরান তাইজুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর