আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটাও মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে! দুই দিনেই টেস্টের অনেকটা নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে এসেছে।
মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৭৬ রানে। পরে বোলিং করতে নেমে একশর আগেই আইরিশদের পাঁচ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৯৮ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। অর্থাৎ এখনো ৩৭৮ রানে পিছিয়ে আইরিশরা, হাতে উইকেট তাদের ৫টি।
মিরপুর টেস্ট অনেকটা মুশফিকময়। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। সেঞ্চুরি করে উপলক্ষটা রাঙিয়েছেনও। এমন স্মরণীয় উপলক্ষ্যে মুশফিককে নিশ্চয় জয় উপহার দিতে চাইবে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকরা সেদিকে এগুচ্ছেও।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল আয়ারল্যান্ড। পল স্ট্যার্লিং আবারও ঝড়ো শুরু করেছিলেন। তবে বেশিদূর এগুতে পারেননি আইরিশ ওপেনার।
খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হয়েছেন ২৬ বলে ২৭ রান করে। খানিক বাদে আন্দ্রে বালবার্নিকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্পিনার হাসান মুরাদ। আইরিশ অধিনায়ক বালবার্নি ৬০ বলে ৩টি চারে করেছেন ২১ রান।
আয়ারল্যান্ড উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। দলীয় ৭৯ রানের মাথায় তিনে নামা কেডি কারমাইকেলকে (১৭) ফেরান মেহেদি হাসান মিরাজ। ৮৪ রানের মাথায় হাসান মুরাদের দ্বিতীয় শিকার হয়েছেন কার্টিস ক্যাম্ফার। দুর্দান্ত এক ডেলিভারিতে শূন্য রান করা ক্যাম্ফারকে সরাসরি বোল্ড করেছেন মুরাদ। এর খানিক পর আইরিশদের দলীয় ৯৫ রানের মাথায় ৩৪ বলে ১৭ রান করা হ্যারি ট্যাক্টরকে ফেরান তাইজুল ইসলাম। তিন ওভার পরেই দিনের খেলা শেষ ঘোষণা করেন ফিল্ডা আম্পায়াররা।