মিরপুর টেস্টের প্রথম দুই দিন ছড়ি ঘুড়িয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে থেকে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের সকালে বেশ ভালোই এগুচ্ছেন আইরিশরা। তৃতীয় দিনের পানি পানের বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৬৫ রান তুলেছে আয়ারল্যান্ড।
যদিও এখনো অনেকটাই পিছিয়ে সফরকারীরা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংস তুলেছে ৪৭৬ রান। অর্থাৎ এখনো ৩১১ রানে পিছিয়ে আয়ারল্যান্ড, হাতে তাদের ৫ উইকেট। পানি পানের বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৬২ রান। ৪১ রানে অপরাজিত স্টিফেন ডোহেনি, ৩৬ রানে তার সঙ্গে ব্যাট করছেন লোরকান টাকার।
শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশরা অবশ্য সকালেই বিপদে পড়তে পারত। ব্যক্তিগত ১২ রানের মাথায় ইবাদত হোসেনের বলে গালিতে ক্যাচ তুলে দিয়েছিলেন স্টিফেন ডোহেনি। কিন্তু ক্যাচ নিতে পারেননি মাহমুদুল হাসান। সেই সুযোগ কাজে লাগিয়েছে আয়ারল্যান্ড।
৬৯ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪১ রানে অপরাজিত ডোহনি। ৮১ বলে ৪টি চারে তার সঙ্গে ৩৬ রানে অপরাজিত টাকার।
উল্লেখ্য, মিরপুরের এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। মুশফিক নিজে সেঞ্চুরিও করেছেন প্রথম ইনিংসে। সেঞ্চুরি পেয়েছেন লিটন দাসও। দুই সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে বাংলাদেশ।