Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঞ্চের আগে তাইজুলের ২ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১২:০৪

মিরপুর টেস্টের প্রথম দুই দিন ছড়ি ঘুড়িয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে থেকে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের সকালে অবশ্য বেশ ভালোই খেলছিল আয়ারল্যান্ড। তবে সেশনের শেষভাগে দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের স্বস্তিতে থাকতে দেননি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে আয়ারল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২১১ রান। অর্থাৎ প্রথম ইনিংসে আরও ২৬৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ৫৬ রানে ব্যাট করছেন লোরকান টাকার। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত জর্ডান নীল।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশরা অবশ্য সকালেই বিপদে পড়তে পারত। ব্যক্তিগত ১২ রানের মাথায় ইবাদত হোসেনের বলে গালিতে ক্যাচ তুলে দিয়েছিলেন স্টিফেন ডোহেনি। কিন্তু ক্যাচ নিতে পারেননি মাহমুদুল হাসান। সেই সুযোগ কাজে লাগিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম উইকেটে ডোহেনি-কাটার মিলে তোলেন ৮১ রান।

বিজ্ঞাপন

সেশনের শেষভাগে তাইজুল ইসলাম জোড়া আঘাত হানেন। ৭৭ বলে ৪টি চারের সাহায্যে ৪৬ রান করা ডোহনিকে সরাসরি বোল্ড করেন তাইজুল। সেই ওভারেই আন্দ্রে ম্যাকব্রেইনকেও বোল্ড করেছেন অভিজ্ঞ স্পিনার। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের বিপদ আরও বাড়িয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, মিরপুরের এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। মুশফিক নিজে সেঞ্চুরিও করেছেন প্রথম ইনিংসে। সেঞ্চুরি পেয়েছেন লিটন দাসও। দুই সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

লাঞ্চের আগে তাইজুলের ২ উইকেট
২১ নভেম্বর ২০২৫ ১২:০৪

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৯

সশস্ত্র বাহিনী দিবস আজ
২১ নভেম্বর ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর