মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ফলোঅন করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পরে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের দাপট অব্যাহত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯৩। হাফ সেঞ্চুরির কাছে পৌঁছেছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক। জয় অপরাজিত ৪৮, সাদমান অপরাজিত ৪৫ রানে।
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তুলেছিল ৪৭৬ রান। পরে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৩৬৫ রানে। যাতে প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পায় বাংলাদেশ। মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের কল্যাণে সেই লিডটা এখন ৩০৪ হয়ে গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) আজ দিনের শুরুতে ভালো ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। গতকাল ৯৮ রানে ৫ উইকেট হারানো দলটি আজ দারুণ দুটি জুটি গড়তে পেরেছে। দুটির একটি হয়েছে লোরকান টাকার ও স্টিফেন ডোহেনির মধ্যে, ৮১ রানের। পরে লোরকান টাকার আর জর্ডান নীলের মধ্যে ৭৪ রানের।
দিনের শুরুতে টাকার ও ডোহেনির জুটিটা ভেঙেছেন তাইজুল ইসলাম। এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের পাল্টা জবাব দেওয়ার সাহসে ধাক্কা দিয়েছেন তাইজুল। তারপরও অবশ্য সাহস করেছিলেন জর্ডান নীল। নয় নম্বরে নেমে লোরকান টাকারের সঙ্গে চমৎকার একটা জুটি গড়ে তুলেছিলেন নীল।
৮৩ বল খেলে ৯টি চারের সাহায্যে ৪৯ রান করে আউট হয়েছেন নীল। আয়ারল্যান্ডের প্রতিরোধের শেষ সেখানেই। এরপর আর ১৫ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়েছেন আইরিশরা। ২৬৫ রানে থেমেছে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত লোরকান ডাকার।
বাংলাদেশের হয়ে ৭৬ রানে চারটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন স্পিনার হাসান মুরাদ ও পেসার খালেদ আহমেদ।