আবারও ফ্রান্সের ফাইনালে আর্জেন্টিনার রেফারি
১৩ জুলাই ২০১৮ ১২:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। ১৫ জুলাই (রোববার) মস্কোর লুঝকিনি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ এর শিরোপা নির্ধারনী এই ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা।
২০১০ সালে রেফারি হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন পিতানা। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার এই রেফারি রাশিয়া-সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখেছিলেন খেলোয়াড়রা। এরপর, গ্রুপ পর্বে সুইডেন-মেক্সিকোর ম্যাচে তিন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছিলেন পিতানা। আর শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়া-ডেনমার্কের ম্যাচ পরিচালনা করতে গিয়ে তিনি একবার হলুদ কার্ড ব্যবহার করেছেন। শেষ আটের উরুগুয়ে-ফ্রান্সের ম্যাচেও পরিচালনার করেছেন পিতানা।
এবারের ফাইনালে ৪৩ বছর বয়সী পিতানার সঙ্গে সহকারি রেফারির দায়িত্বে থাকবেন হার্নান মাইদানা ও হুয়ান বেলাত্তি। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন বর্ন কুইপার্স।
প্রথমবার ফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়া। অন্যদিকে, ১৯৯৮ সালের পর এবার দ্বিতীয় শিরোপার লড়াইয়ে নামবে ফ্রান্স। অবাক করা বিষয় হচ্ছে, ২০০৬ সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স-ইতালির ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি হোরাসিও এলিসান্দো। সেই ম্যাচে জিনেদিন জিদানকে লাল কার্ড দেখিয়েছিলেন এলিসান্দো। যে কারণে ফরাসিদের কাছে এখনো ‘কুখ্যাত’ হয়ে আছেন তিনি। এবারের ফাইনালেও আর্জেন্টাইন রেফারিকেই পাচ্ছে ফরাসিরা।
সারবাংলা/এসএন