Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিদানের পথেই হাঁটছেন গ্রিজম্যান’


১৩ জুলাই ২০১৮ ১৬:২৪

।। স্পোর্টস ডেস্ক ।।

১৯৯৮ বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি সেবার খেলেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে জিদানের উত্তরসূরিরা। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বিশ্ব শিরোপা জেতার দ্বারপ্রান্তে ফরাসিরা। এবার দলটিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবাও আছেন এই বিশ্বকাপের স্কোয়াডে। সতীর্থ গ্রিজম্যানকে তুলনা করলেন ফরাসি গ্রেট জিদানের সঙ্গে। পগবা জানালেন, জিদান আমাদের লিজেন্ড, আইকন। গ্রিজম্যান তার পথেই হাঁটছে।

পগবা আরও যোগ করেন, রাশিয়া বিশ্বকাপে গ্রিজম্যান নিজের সেরাটা দিচ্ছে। ফরাসিদের কাছে সে ভালোবাসা পেয়েছে, মাঠে দারুণ খেলছে। যেমনটা জিদানের বেলাতে হয়েছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে আমি চাই গ্রিজম্যান গোল করুক।

২০১৬ ইউরো কাপে দুর্দান্ত ছিলেন গ্রিজম্যান। সেবার ৭ ম্যাচ খেলে ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। বিশ্বকাপের বাছাইপর্বে ১০ ম্যাচ খেলে গোল করেছেন চারটি, গোল করতে সহযোগিতা করেছেন চারবার। আর এই বিশ্বকাপের ছয় ম্যাচে গোল করেছেন তিনটি, গোল করতে সতীর্থদের সহযোগিতা করেছেন দুইবার। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব, মূল আসর মিলিয়ে গ্রিজম্যান ১৬ ম্যাচে ১৩ গোলেই অবদান রেখেছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর