Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দল নির্বাচনে অধিনায়কের মতামতকে গুরুত্ব দেওয়ার বাধ্যবাধকতা নেই’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০০:৫৬

আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই স্কোয়াড নির্বাচন নিয়ে অধিনায়ক লিটন দাসের মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি পরিষ্কার করে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক বা কোচের সঙ্গে মতের মিল না-ও থাকতে পারে—এটাই স্বাভাবিক এবং সিলেকশন কমিটি তাদের অনুমতির বাধ্যবাধকতায় পড়ে না।

টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার প্রসঙ্গে লিপু বলেন, লিটনের সংবাদ সম্মেলনের পর বিষয়টি পরিষ্কার করাই জরুরি হয়ে পড়েছিল, যদিও তাদের মূল মনোযোগ থাকা উচিত মাঠের পারফরম্যান্সে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী জায়গা পাননি। অধিনায়ক লিটন দাস ও প্রধান কোচ ফিল সিমন্স দুজনেই শামীমকে দলে চেয়েছিলেন। তবুও শামীমকে দলে না রাখার কারণেই শুরু হয়েছে আলোচনা।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচক জানান, দল ঘোষণার আগে অধিনায়ক ও কোচের সঙ্গে বৈঠক হয়েছিল। আলোচনায় লিটন দাস স্পষ্টই শামীম হোসেন পাটোয়ারীকে দলে চেয়েছিলেন। একই ইচ্ছা ব্যক্ত করেছিলেন প্রধান কোচ। তবুও সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে শামীমকে বাদ দেওয়া হয়।

এক ভিডিও বার্তায় লিপু বলেন, ‘লিটনের সুস্পষ্ট মতামত আমরা পেয়েছি, কোচও সাম্প্রতিক সিরিজের ব্যাটিং লাইনআপ ধরে রাখতে চেয়েছেন। এরপর আমি ও হাসিবুল হোসেন শান্ত আলোচনা করে যে সিদ্ধান্ত নেই, তার ভিত্তিতেই শামীম দলে জায়গা পায়নি।’

দল ঘোষণার পর লিটন অসন্তোষ জানালে তাকে বোঝানো হয় যে, ‘সিলেকশন কমিটি সবসময় অধিনায়ক বা কোচের মতের সঙ্গে একমত হবে—এমন বাধ্যবাধকতা নেই। কোন খেলোয়াড়কে রাখা বা বাদ দেওয়ার ক্ষেত্রে অনুমতি নেওয়া প্রয়োজন হয় না। কমিটি বোর্ডের কাছে দায়বদ্ধ।’

লিপু আরও জানান, বোর্ডের অনুমোদন নিয়েই প্রথম দুই ম্যাচের জন্য দল চূড়ান্ত করা হয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিততে পারলে তৃতীয় ম্যাচে পরিবর্তনের সুযোগ রাখা হবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর