Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে হারাতে আক্রমণাত্মক হতে চায় আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১০:৫৬

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেভাবে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে আইরিশরা। এবার চ্যালেঞ্জ টি-টোয়েন্টির। আজ থেকে মাঠে গড়াচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাতে আক্রমণাত্মক ছক কষছে আয়ারল্যান্ড।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার বলেছেন, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশকে আক্রমণ করতে চায় তারা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা ৩০ উইকেট নিতে চাই এই সিরিজে। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই… আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।’

বিজ্ঞাপন

বাংলাদেশ দল সম্পর্কে আইরিশদের ভালো ধারনা আছে, এমন কথাও বললেন ক্যাম্ফার, ‘আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।’

বাংলাদেশ দলের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে যেকোনো দলেই সবার আগে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবতে হয়। ক্যারিয়ারের শুরু থেকেই স্বল্পভার্সনের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা একজন বোলার মোস্তাফিজুর। ব্যাটিংয়ে লিটন দাসও সম্প্রতি ভালো ফর্মে আছেন।

এই দুজন ক্রিকেটারকে নিয়ে আয়ারল্যান্ডের বাড়তি প্রস্তুতি। কার্টিস ক্যাম্ফার বলেন, ‘আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব। মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আগেও আমরা তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর