Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:০০

ছবি: শ্যামল নন্দী

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামে। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও হেরেছে বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৮ বার। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ, আর আয়ারল্যান্ড জিতেছে ২ ম্যাচ। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

বিজ্ঞাপন

দুই দলের সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগররা জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর