আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিন পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
গত ৩১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচের দলে না থাকা তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব আজ একাদশে নেই। তাদের জায়গা ছেড়ে দিতে বাদ পরেছেন নুরুল হাসান সোহান, শেখ মাহেদি। বিশ্রাম পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামে। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও হেরেছে বড় ব্যবধানে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৮ বার। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ, আর আয়ারল্যান্ড জিতেছে ২ ম্যাচ। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
দুই দলের সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগররা জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।