বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৩ জানুয়ারী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীবশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মোট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
টুর্নামেন্টের মোট ম্যাচ ৩৪টি। এর মধ্যে লিগ পর্বের ম্যাচ ৩০টি। ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। সিলেট পর্ব চলবে ২ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম পর্ব শুরু হবে ৫ জানুয়ারি, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ছাড়া দিনের প্রথম ম্যাচ শুরু হবে ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে ২ টাই, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। প্লে-অফ পর্বের ম্যাচগুলোতে রাখা হয়েছে রিজার্ভ ডে।