Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘিনীদের পিঠ চাপড়ে দিতে ভুলেননি মাশরাফি-সাকিবরা


২৫ ডিসেম্বর ২০১৭ ১২:১৮

সারাবাংলা ডেস্ক

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়া বাংলার বাঘিনীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এবং টেস্ট-টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব। মাশরাফি ও সাকিব নিজেদের ফেসবুক পেজে অভিনন্দিত করেছেন মারিয়া-মার্জিয়া-আঁখি-শামসুন্নাহারদের।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা নিজেদের কাছে রেখে দেয় বাংলাদেশ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৪১তম মিনিটে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার।

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’

দেশের দুই মহাতারকাই পোস্টে বাংলার বাঘিনীদের ছবি সংযুক্ত করেছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর