আর্জেন্টিনা ভেসে গেছে: ম্যারাডোনা
১৪ জুলাই ২০১৮ ১৪:৫১
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে কিছু না পেয়েই ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। গত বিশ্বকাপের ফাইনাল, কোপা আমেরিকার টানা দুই আসরের ফাইনাল-কোনোটিতেই শিরোপা জিততে পারেনি মেসির আর্জেন্টিনা। টানা তিন ফাইনালে এভাবে খালি হাতে ফেরার কারণ হিসেবে ম্যারাডোনা বলছেন পাহাড়সম প্রত্যাশার চাপের কথাই। বিশেষ করে রাশিয়া বিশ্বকাপের কথা ভুলতে পারছেন না আর্জেন্টিনার কিংবদন্তি।
রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার এমন বিদায়ে কোচ ছাটাইয়ের গুঞ্জন ওঠে। পরবর্তী বিশ্বকাপ ২০২২ সালে, কাতারে। পরবর্তী বিশ্বকাপে কে হবেন আর্জেন্টিনার কোচ সেটি নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। তবে, জাতীয় দলকে ফ্রি’তে কোচিং করানোর আগ্রহ প্রকাশ করেছেন ম্যারাডোনা।
এদিকে, আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে ম্যারাডোনা জানান, ‘আর্জেন্টিনা চায় মেসি একাই সব করুক। মাঠে মেসি যখনই বিগলিয়া বা এনজো পেরেজকে বল পাস দিয়েছে, তখনই ওপাশ থেকে কোনো সহযোগিতা পায়নি। দলের নেতার মান দ্বারা গল্প লিখতে হয়। অথচ আর্জেন্টিনা ভেসে গেছে।‘
দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে উড়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেবার দেশটির কোচ ছিলেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। এবার রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এবার দলটির কোচ ছিলেন জর্জ সাম্পাওলি। মাঝে ২০১৪ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন আলেজান্দ্রো স্যাবেইয়া। সেবার আর্জেন্টিনা উঠেছিল ফাইনালে, জার্মানির বিপক্ষে হেরেছিল অতিরিক্ত সময়ে, ১১৩ মিনিটের মাথায় মারিও গোতজের একমাত্র গোলে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে কাজ করেছেন ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপে তার অধীনে আর্জেন্টিনা গ্রুপ পর্বে নাইজেরিয়াকে ১-০ গোলে, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে আর গ্রিসকে ২-০ গোলে হারিয়েছিল। শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-১ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে নেমেছিল জার্মানির বিপক্ষে। কিন্তু, ম্যারাডোনার শিষ্যরা সে ম্যাচে হেরেছিল ৪-০ গোলের ব্যবধানে।
সারাবাংলা/এমআরপি