Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের স্কিল দেখতে মুখিয়ে থাকবেন ফিফা প্রেসিডেন্ট


১৪ জুলাই ২০১৮ ১৫:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালের অনেক আগেই বিদায় নিতে হয়েছে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জেতা ব্রাজিলকে। দুইবার বিশ্বকাপের আসরে খেললেও শিরোপা জেতা হয়নি ব্রাজিলের সেনসেশন নেইমারের। ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালের আগেও নেইমারকে নিয়ে আলোচনা, যেখানে এবার সামিল হয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনহো।

নেইমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইনফানতিনহো জানান, ‘সে একজন গ্রেট ফুটবলার। আমি তার ফুটবল স্কিলগুলো খুবই পছন্দ করি। আগামীতে তার এই স্কিলগুলো দেখার জন্য মুখিয়ে থাকবো। একজন মেধাবী খেলোয়াড়ের মাঝে যেসব গুণ থাকা দরকার তার সবই নেইমারের মাঝে আছে। আমি তার কোনো নেতিবাচক দিক নিয়ে বলতে চাই না।‘

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে নেইমারের মতো স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিল সমর্থকদের। ম্যাচের পর তিনি কোনো কথাই বলেননি সংবাদমাধ্যমের সঙ্গে, মিক্সড জোনেও এড়িয়ে গেছেন সাংবাদিকদের। দেশে ফিরেও বিমানবন্দরে দেখা দেননি অপেক্ষারত সাংবাদিক-সমর্থকদের। তাতে ক্ষেপেছেন উপস্থিত ব্রাজিল ভক্তরাও। তবে, সময় গড়ানোর সাথে সাথে নেইমার গণমাধ্যমে কথা না বললেও নিজের স্বপ্ন ভঙ্গের কথা জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবল তারকা তার নিজের ইনস্টাগ্রামে লিখেছেন নিজের কষ্টের কথা, ‘আমার ক্যারিয়ারের সবেচেয়ে দুঃখের দিন এটি। এটা অনেক বড় যন্ত্রণার। আমরা অনেক দূর যেতে পারতাম, ইতিহাস গড়ার সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু সেটা এবার হলো না। নতুন করে ফুটবল খেলার শক্তিটাই যেন আর পাচ্ছি না।’

এবারের আসরে ব্রাজিলের অন্যতম ভরসা ছিলেন ২৬ বছর বয়সী নেইমার। নিজে গোল করেছেন দুটি, অ্যাসিস্টও করেছেন। বেলজিয়ামের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচে ছিলেন আগুন ফর্মে। এদিকে, ফিফা প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘নেইমার বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। আমরা তাকে আরও ভালো খেলতে দেখবো বলে বিশ্বাস করি।‘

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর