Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ ফাইনাল জেতার অভিজ্ঞতা আছে মদ্রিচের


১৪ জুলাই ২০১৮ ১৭:২১

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের অধিনায়ক লুকা মদ্রিচ রয়েছেন দারুণ ছন্দে। গত ১০ ফাইনাল জেতার পর এবার ১১তম শিরোপায় চোখ রাখছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মদ্রিচ। তিনি রিয়ালে যোগ দেওয়ার পর থেকে স্প্যানিশ ক্লাবটি জিতেছে ১১টি মেজর শিরোপা। এরমধ্যে ১০টির ফাইনালেই ছিলেন মদ্রিচ। বাকি গুলোর ফাইনাল ছাড়াও খেলেছিলেন কোনো না কোনো ম্যাচে।

রিয়ালে যোগ দেওয়ার পর মদ্রিচ জিতেছেন ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এই ক্রোয়েট তারকা ২০১৪ সালের কোপা দেল রে শিরোপা জিতেছিলেন। ইউরোপিয়ান সুপার কাপের ২০১৪, ২০১৬ আর ২০১৭ সালের শিরোপার স্বাদ নিয়েছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদ ২০১৪, ২০১৬ আর ২০১৭ সালের ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছে।

২০১৪ সালের ক্লাব বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি মদ্রিচ, ইনজুরির কারণে খেলা হয়নি তার। ২০১৩ সালের কোপা দেল রের ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল মদ্রিচদের রিয়াল। ২০১৪ সালের সুপার কোপা ডি এসপানার দুই লেগ মিলিয়ে বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়া হয় রিয়ালের। নয়তো মদ্রিচের নামের পাশে থাকতো আরও একাধিক ফাইনালের শিরোপা।

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নামার মধ্যদিয়ে মদ্রিচের ক্যারিয়ারে যোগ হবে ১৪টি ফাইনাল। আগের ফাইনালগুলোর কোনোটিতেই গোল পাননি মদ্রিচ। ফরাসিদের বিপক্ষে কী গোল পাবেন, দলকে শিরোপা জেতাতে পারবেন মদ্রিচ? সেটার উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাক।

সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিচ। নির্ধারিত ৯০ মিনিট আর অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিট খেলার পর রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার জ্বরে পড়েন। অবশ্য আপাতত তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। জ্বর সেরে উঠছে বলে জানান তিনি, ‘জ্বরের পর থেকে আমি পুরোপুরি বিছানায় ছিলাম। তবে, এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যদি এক পা নিয়ে খেলতে হয়, তাতেও আমি প্রস্তুত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর