মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তম ক্যারম বিশ্বকাপে শিরোপা জিতেছে বাংলাদেশ। দলীয় ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। অপর দিকে সুইস লিগের ফাইনালে হেরেছে বাংলাদেশের হাফিজুর রহমান। ফাইনালে ভারতের আব্দুল আলিফের কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন হাফিজুর।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ পর্যন্ত এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তবে ব্যক্তিগত নৈপুণ্যে হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম করে নজর কাড়েন।
স্বাগতিক মালদ্বীপসহ ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, ইউএই, সার্বিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডসহ মোট ১৭টি দেশ অংশ নেয় এবারের বিশ্বকাপে।