Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আর্জেন্টিনা ফুটবল লড়াই: ‘মারামারি’ শেষে ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ০১:৪৮

লাতিন-বাংলা সুপার কাপ খেলল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেটিকো চার্লোন। আজ সুপার কাপের শেষ ম্যাচটি ১-১ গোলের ড্র হয়েছে।

ম্যাচে অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে। ৭৬ মিনিটে বড় ধরনের মারামরিতে জড়িয়ে পরেন দুই দলের ফুটবলাররা। যার প্রেক্ষিতে ২ আর্জেন্টাইন ও ১ বাংলাদেশি ফুটবলারকে লাল কার্ড দেখানে রেফারি। আজকের ম্যাচে শুরুতেই বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারকে এগিয়ে নেন মাসুদ রানা। পরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের হয়ে গোল করেছেন আলিয়ান সামিয়েন্তো।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। ম্যাচের চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে বাংলাদেশের রেড গ্রিন ফিউচারকে এগিয়ে নেন মাসুদ। দ্বিতীয়ার্ধের শুরুতে দৃষ্টিনন্দন একটা গোল করে সমতায় ফিরে আর্জেন্টিনার আলিয়ান সামিয়েন্তো। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

বিজ্ঞাপন

এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর