Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা অলৌকিক’


১৫ জুলাই ২০১৮ ১২:২৪

স্পোর্টস ডেস্ক।। 

মাত্র ৪০ লাখ লোকের একটা দেশ। বাংলাদেশের অনেক জেলা শহরেও এর চেয়ে বেশি লোক আছে। আয়তনে বাংলাদেশের অর্ধেকেরও কম। এমন একটা দেশ বিশ্বকাপ ফাইনালে খেলছে, ১৯৫০ সালে উরুগুয়ের পর ক্রোয়েশিয়াই বিশ্বকাপ ফাইনালে ওঠা সবচেয়ে ছোট দেশ। উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলছেন, ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা অনেকটা অলৌকিক ব্যাপার।

২০ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ফাইনালে আর খেলা হয়নি। এবার সেই স্বপ্নলোকের চাবি এসে গেছে ক্রোয়াটদের হাতে। এমন একটা সাফল্যের পর উয়েফা সভাপতি বলেছেন, ‘এটা অসাধারণ একটা ব্যাপার। আরও একবার প্রমাণ হলো ভালো কাজের ফল আপনি পাবেনই। ৪০ লাখ লোকের একটা দেশের বিশ্বকাপ ফাইনালে চলে যাওয়া প্রায় অলৌকিক একটা ব্যাপার। তারা হৃদয় দিয়ে খেলেছে, নিজেদের সবটুকু আবেগ ঢেলে দিয়েছে, শেষ বিন্দু পর্যন্ত লড়েছে। রোব বারের ফাইনালে তারা জিতেও যেতে পারে। ’

এ বছর ইউরোপের দুইটি মুখোমুখি ফাইনালে। সেমিফাইনালে চারটি দলই ইউরোপের, কোয়ার্টার ফাইনালে আটটি দলের মধ্যে ছয়টি ইউরোপের। সেফেরিন সেজন্য নিজের সংগঠন উয়েফার কাজের কথা মনে করিয়ে দিলেন, ‘উয়েফা খুব ভালো কাজ করছে। আমি এখানে আছি বলে বলছি না, বরং ফুটবলের উন্নতির জন্য অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে। আমরা খেয়াল রাখছি, দেশগুলোর মধ্যে ব্যবধান যেন বেড়ে না যায়। আমরা সাবেক খেলোয়াড়দের সঙ্গে কাজ করছি, প্রতিযোগিতাগুলোতে টাকা খরচ করছি। আমরা টাকা ঠিকভাবে কাজে লাগাচ্ছি। ইউরোপে প্রতিটা শিশুর খেলা দেখলেই একজন প্রতিভা মনে হয়। আমি ঠিক নিশ্চিত নই, বিশ্বের আর কোথাও এমনটা হয় কি না। ’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর