Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত হয়েছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি!


১৫ জুলাই ২০১৮ ১২:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১২:৫১

স্পোর্টস ডেস্ক।। 

গুঞ্জনটা শোনা যাচ্ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই। ফ্রান্সের কাছে দ্বিতীয় রাউন্ডে হেরে শেষ হয়ে গিয়েছিল মেসিদের বিশ্বকাপ। কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে সমালোচনা শোনা যাচ্ছিল আগে থেকেই। তবে সাম্পাওলি বলেছিলেন, তিনি নিজে থেকে সরে যাচ্ছেন না। এর পর দফায় দফায় সাম্পাওলির সঙ্গে বৈঠক হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার। আজ সকালে আর্জেন্টাইন বিভিন্ন পত্রিকা জানাচ্ছে, সাম্পাওলিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

সাম্পাওলিকে বরখাস্ত করার ব্যাপারে আর্জেন্টিনার প্রধান বাধা হচ্ছে তাঁর চুক্তি। ২০২২ সাল পর্যন্ত সাম্পাওলির সঙ্গে চুক্তি আছে আর্জেন্টিনার। যদি এই বছরই বরখাস্ত করতে হয় তাহলে দিতে হবে ৮ মিলিয়ন ডলার। এমনিতেই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ফেডারেশনের, বিভিন্ন দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই তাদের ঘাড়ে ঋণের বোঝা বাড়ছে।  শোনা যাচ্ছে, টাকাটা সাত কিস্তিতে দেওয়ার ব্যাপারে সাম্পাওলিকে রাজি করিয়েছে ফেডারেশন। যদি সত্যিই বরখাস্ত হন, তাহলে গত চার বছরে তিনি হবেন জাতীয় দল থেকে বরখাস্ত হওয়া তৃতীয় কোচ।

গত বছর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ১৫টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছেন, চারটি ড্র করেছেন ও চারটি হেরেছেন সাম্পাওলি।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর