দল থেকে এই ফুটবলারদের বাদ দিতে চেয়েছিলেন মেসি!
১৫ জুলাই ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৭:৫১
। সন্দীপন বসু।
পরাজিতদের ইতিহাস কেউ মনে রাখে না- এটা ইতিহাসের শিক্ষা। তবে পরাজিত হওয়ার পরও আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে যে হারে কাটাছেঁড়া হচ্ছে তাতে বোধহয় এই আপ্তবাক্যটি বোধহয় আর মানতে চাইবেন না কোচ হোর্হে সাম্পাওলি আর অধিনায়ক লিওনেল মেসি!
বিশ্বকাপ থেকে ছিটকে এবারও অধরা ‘ভিনগ্রহের খেলোয়াড়’ লিওনেল মেসির বিশ্বজয়ের স্বপ্ন। এবার দেশটির সংবাদমাধ্যম ‘লস এন্দেস’ নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কোচিং সদস্যের বরাতে জানিয়েছে এক বিস্ফোরক তথ্য। গুরুত্বপূর্ণ ওই কোচিং সদস্য জানান, দলে অধিনায়ক ও কোচের মধ্যে শীতল সম্পর্কের কারণেই বিশ্বকাপে আর্জেন্টিনার এই ভরাডুবি।
সংবাদমাধ্যম ‘লস এন্দেসে’র বরাত দিয়ে ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ম্যাচের আগে দল নির্বাচনের বিষয়ে সাম্পাওলির ওপর রীতিমতো চাপ তৈরি করতেন মেসি। যা নিয়ে সাম্পাওলি ভয়ানক অসন্তুষ্ট ছিলেন। ওই কোচিং স্টাফ আরো জানান, বিশ্বকাপের আগে একটি ম্যাচে সাম্পাওলি ও মেসির মধ্যে বাদানুবাদ হয়। ওই ম্যাচে সেন্ট্রাল ডিফেন্ডার ফেদেরিকো জুলিয়ান ফাজিও এবং মধ্যমাঠের খেলোয়াড় জিওভানি লে সেলসোকে বাদ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন মেসি। এতে কোচ ও অধিনায়কের সম্পর্কের অবনতি হয়। আর বিশ্বকাপের আসরেও বজায় ছিল ওই খারাপ সম্পর্কের রেশ। আর এর ফলেই সেরা খেলোয়াড়দের নিয়েও আর্জেন্টিনার ভরাডুবি হয়েছে বলে মেনে করেন দলের ওই কোচিং সদস্য।
এদিকে পরাজয় নিয়ে রাশিয়ার আসর থেকে দেশে ফেরার পর গুঞ্জন উঠেছিল কোচ সাম্পাওলির বিদায়ের। তবে সাম্পাওলি বলেছিলেন, তিনি নিজে থেকে সরে যাচ্ছেন না। এর পর দফায় দফায় সাম্পাওলির সঙ্গে বৈঠক হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার। আজ রোববার সকালে আর্জেন্টাইন বিভিন্ন পত্রিকা জানাচ্ছে, সাম্পাওলিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সাম্পাওলিকে বরখাস্ত করার ব্যাপারে আর্জেন্টিনার প্রধান বাধা হচ্ছে তাঁর চুক্তি। ২০২২ সাল পর্যন্ত সাম্পাওলির সঙ্গে চুক্তি আছে আর্জেন্টিনার। যদি এই বছরই বরখাস্ত করতে হয় তাহলে দিতে হবে ৮ মিলিয়ন ডলার। এমনিতেই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ফেডারেশনের, বিভিন্ন দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই তাদের ঘাড়ে ঋণের বোঝা বাড়ছে। শোনা যাচ্ছে, টাকাটা সাত কিস্তিতে দেওয়ার ব্যাপারে সাম্পাওলিকে রাজি করিয়েছে ফেডারেশন। যদি সত্যিই বরখাস্ত হন, তাহলে গত চার বছরে তিনি হবেন জাতীয় দল থেকে বরখাস্ত হওয়া তৃতীয় কোচ।
গত বছর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ১৫টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছেন, চারটি ড্র করেছেন ও চারটি হেরেছেন সাম্পাওলি।
সারাবাংলা/ এসবি