Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২০:০১

আগামী ফেব্রুয়ারি-মার্চে বসতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ইতোমধ্যেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপ খেলতে জানুয়ারি মাসের ২৮ তারিখেই ভারতে যাবে বাংলাদেশ দল। সরাসরি বেঙ্গালুরুতে চলে যাবেন লিটন দাসরা। তারপর বিশ্বকাপ শুরুর আগে নাবিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা।

বৃহস্প্রতিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিকদের এমন কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা বেঙ্গালুরুতে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

বিজ্ঞাপন

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ‘বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ জন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র‍্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে।

সারাবাংলা/এসএইচএস