Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো অজুহাত নয়, আমরা প্রস্তুত: দালিচ


১৫ জুলাই ২০১৮ ১৮:৫২ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে রোববার (১৫ জুলাই) ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। মস্কোর লুঝকিনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছে ক্রোয়েটরা। স্বপ্ন দেখছেন দলের কোচ লাতকো দালিচও। আর তাই ম্যাচের আগে কোচ বলে রাখলেন, কোনো অজুহাত নয়, আমরা প্রস্তুত।

২০ বছর আগে (১৯৯৮ সালে) ফ্রান্সের কাছে হেরে ম্লান হয়েছিল ক্রোয়েশিয়ার সোনালী স্বপ্ন। সেমিফাইনালে গিয়েই থেমে যেতে হয়েছিল ক্রোয়াটদের সোনালী প্রজন্মকে। তবে এবারের আসরে একের পর এক দুর্দান্ত জয় তুলে ফাইনালে আসা দলটিকে নিয়েই ট্রফির স্বপ্ন দেখছেন কোচ দালিচ। শিরোপা জয়ের আত্মবিশ্বাসটাও আছে এই কোচের। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টে দালিচ লেখেন, ‘সবাই মিলে আমরা অবশ্যই এটা (বিশ্বকাপ ট্রফি জয়) করতে পারবো।’

বিজ্ঞাপন

তবে এ পর্যন্ত আসার ক্ষেত্রে দলের খেলোয়াড়দের কৃতিত্বটাই এগিয়ে রাখছেন ক্রোয়েশিয়ান কোচ, ‘ছোট দেশ হিসেবে এতো বড় ফলাফল (ফাইনালে ওঠা) পেয়ে আমরা নতুন ইতিহাস লিখেছি। বড় দলগুলোর মতো আমাদের পরিবেশ অনেক ভালো না হলেও, আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে। যারা আমাদের জন্য এমন জয় এনে দিয়েছে। যা আমাদের অনেক বড় সফলতা।’

তবে ফাইনালে ভালোভাবে লড়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখেন দালিচ, ‘সেরা দুটি দলই ফাইনাল খেলবে। আমাদের প্রতিপক্ষ যে অনেকটা শক্তিশালী, সেটা আগেরই জানা। কাউন্টার অ্যাটাকের দিক থেকে ফ্রান্স অনেকটাই বিপদজনক। তবে কোনো অজুহাত নয়, টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে আমরা একেবারে প্রস্তুত।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর