Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঝনিকিতে গাঙ্গুলী


১৫ জুলাই ২০১৮ ১৯:৪৮ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৯:৪৯

।। স্পোর্টস ডেস্ক ।।

মস্কোর লুঝকিনি স্টেডিয়ামে পর্দা নামছে রাশিয়া বিশ্বকাপ আসর। রোববার (১৫ জুলাই) আসরের ফাইনালে মাঠে নামবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। আর এই ম্যাচ নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার ভাগিদার হতে এরই মধ্যে মস্কোয় পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

দুই দলের লড়াইটা মাঠে বসে দেখতেই রোববার (১৫ জুলাই) মস্কোতে গিয়ে হাজির হয়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিসহ একটি পোস্ট করেন গাঙ্গুলী। সেখানে তিনি লেখেন, ‘রাশিয়ায়া বিশ্বকাপের ফাইনালের জন্য মস্কোতে এসেছি। চমৎকার পরিবেশ।’

আসরের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ফেভারিট ফ্রান্স, আর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া। পূর্ণশক্তির ফ্রান্স দলে আছেন পগবা, এমবাপে আর গ্রিজমানদের মতো তারকার। আর  জালের নিরাপত্তার দায়িত্বে আছেন গোলরক্ষক হুগো লরিচ।

অন্যদিকে, ক্রোয়েশিয়ানদের আছে সোনালী এক প্রজন্ম। দলে আছেন লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ আর মানজুকিচদের মতো তরুণ সব খেলোয়াড়। আর গোলপোস্টের প্রধান অস্ত্র হিসেবে আছেন গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

উষ্ণতার জন্য | ছবি
৩ জানুয়ারি ২০২৫ ০৮:৪০

নতুন বইয়ের ঘ্রাণ
৩ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর