Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ ম্যাচে নামতে যাচ্ছেন রাকিটিচ


১৫ জুলাই ২০১৮ ১৯:৫০ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

জন্ম আর বেড়ে ওঠা সুইজারল্যান্ডে, খেলছেন ক্রোয়েশিয়া জাতীয় দলে আর ক্লাব ক্যারিয়ারে খেলছেন স্প্যানিশ লিগে। ক্লাব বার্সেলোনা আর জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার ইভান রাকিটিচ খেলেছেন ৭১টি ম্যাচ। যা কোনো ইউরোপের খেলোয়াড়ের সর্বোচ্চ খেলা ম্যাচ।

২০১৭-১৮ মৌসুমে শুধু ইউরোপিয়ান খেলোয়াড় না, বিশ্বের যেকোনো খেলোয়াড়দের এক মৌসুমে খেলা এই তালিকা তৈরি করা হলে রাকিটিচ থাকছেন শীর্ষেই। বার্সার হয়ে এই মৌসুমে খেলেছেন ৫৫ ম্যাচ আর জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন ১৬ ম্যাচ।

ব্রাজিলের চেলসি তারকা উইলিয়ান ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মৌসুমে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭০ ম্যাচ। রাকিটিচের জাতীয় দল সতীর্থ এবং অধিনায়ক লুকা মদ্রিচ খেলেছেন ৫৮ ম্যাচ। যেখানে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৪২ ম্যাচ আর জাতীয় দলের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ।

বিজ্ঞাপন

রাকিটিচের বাবা লুকা রেকিটিচ এবং ভাই দেজান রেকিটিচও ছিলেন ফুটবলার। ভাইয়ের নামের ট্যাটুও দেখা গেছে রাকিটিচের বাহুতে। ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। এরপর খেলেছেন ৯৮ ম্যাচ, গোল করেছেন ১৫টি। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৫৪৫টি ম্যাচ, গোল করেছেন ৯১টি। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ জেতার।

বাংলাদেশ সময় রাত ৯টায় লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে নামবে রাকিটিচ-মদ্রিচদের ক্রোয়েশিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর