Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপ জিতল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:১৪

যুব এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে স্রেফ নাস্তানাবুদ করল পাকিস্তান। ব্যাট-বল দুই বিভাগে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়ে ১৩ বছর পর যুব এশিয়া কাপে শিরোপা জিতেছে পাকিস্তান।

আগে ব্যাটিং করে ৩৪৮ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলটির ওপেনার সামির মিনহাস একাই করেন ১৭২ রান। পরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গেছে ১৫৬ রানেই। ১৯১ রানের বিশাল জয়ে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে আগে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার হামজা জাহর (১৮) অবশ্য সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা উসমান খানকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন অপর ওপেনার সামির মিনহাস। উসমান ৪৫ বলে ৩৫ রান করে ফেরার পর তৃতীয় উইকেটে আহমেদ হুসেইনকে নিয়ে ১৩৭ রান তোলেন সামির।

বিজ্ঞাপন

আহমেদ হুসেইন ৭২ বলে ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। আর একপ্রান্ত থেকে সামির ঝড় অব্যাহত থেকেছে ৪৩ ওভার পর্যন্ত। ১১৩ বলে ১৭টি চার ৯টি ছয়ে ডানহাতি ওপেনার ১৭২ রান করে ফিরেছেন। যুব এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস এটা।

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৪৭ রানে থামে পাকিস্তানি যুবাদের ইনিংস।

পরে জবাব দিতে নেমে বিস্ময়বালক সূর্যবংশীর ব্যাটে ভারতের শুরুটা হয়েছিল দারুণ। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন সূর্যবংশী। তবে তার ইনিংস আজ বড় হয়নি। ভারতের অপর ব্যাটাররাও চাপের মুখে যাওয়া-আসার মিছিলে ছিল। সূর্যবংশী ৯ বলেই ৩টি ১টি চারে ২৬ রান করে।

তবে তার ইনিংসটা বড় না হওয়াতে ভারতের অন্য ব্যাটাররা চাপ সামলাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬.২ ওভারেই গুটিয়ে গেছে ভারতীয় যুব দল। দশম ব্যাটার দীপেশ দেবেন্দ্রন ১৬ বলে ৩৬ রান করলেন বলেই দেড়শ পেরুতে পরেছে ভারত। শেষ পর্যন্ত ১৫৬ রানে গুটিয়ে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।

সূর্যবংশীকে ফেরানো পাকিস্তানি পেসার আলী রাজা ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজবাড়ীতে বাসচাপায় শিশু নিহত
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩

আরো

সম্পর্কিত খবর