Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে হাসানের চোখ থাকবে বিশ্বকাপে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩

তরুণ পেসার হাসান মাহমুদ একটা সময় জাতীয় দলে নিয়মিতই ছিলেন। কিন্তু অনেকদিন ধরে সেই জায়গাটা নড়বড়ে। জাতীয় দলে হাসান মাহমুদকে এখন আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়। নিজের পুরনো অবস্থান পূনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন তরুণ পেসার। আর তাতে পাখির চোখ করছেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)।

কদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। বিপিএলে দারুণ পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার লক্ষ্য হাসান মাহমুদের।

তরুণ পেসার বলেছেন, ‘হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মঞ্চ। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারি বিপিএলে, অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

বিপিএলে নিজের বোলিংয়ে নতুন অস্ত্র দেখা যাবেন বলেও জানালেন হাসান, আমার যে স্পেশালিটি ইয়র্কার, স্লোয়ার—সম্পূর্ণ গেম সেন্স নিয়ে আমি কাজ করছি আরো। ইনশাআল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে।’

এবারের বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন হাসান মাহমুদ। লক্ষীপুরের ছেলে হাসান নোয়াখালীর হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত। বলেছেন, ক্রিকেটের জোয়াড়ে নোয়াখালী-লক্ষীপুরের বন্ধন আরও দৃঢ হবে।

হাসান বলেন, ‘আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল দল করার। আমি সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি।’

হাসান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড ওরা খুবই আনন্দিত। … এখন শক্তিটা আরেকটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর আর নোয়াখালী এখন একসাথে যুক্ত আছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আমাদের সীমান্ত পরিচিতি
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০০

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর