Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ফাইনালে প্রথম আত্মঘাতী


১৫ জুলাই ২০১৮ ২১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপের ফাইনালে এর আগে আত্মঘাতী গোল করেননি কেউই। তবে রাশিয়া বিশ্বকাপে এবার সেই অঘটনটাই করে বসলেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে ক্রোয়াটরা। তবে ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক পায় ফরাসিরা। ক্রোয়েশিয়ার ডি-বক্সের বাইরে থেকে শট নেন গ্রিজম্যান। আর সেই শট থেকে মানজুকিচের মাথায় লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। আর তাতেই ফাইনালের মহারণে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েটরা (১-০)।

রাশিয়া বিশ্বকাপে এ নিয়ে আত্মঘাতী গোল হয়েছে ১২টি। যা এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে সর্বমোট ৬টি আত্মঘাতী গোল ছিল রেকর্ডের পাতায় সর্বোচ্চ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর