Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেইনের পায়ে সোনার জুতো


১৫ জুলাই ২০১৮ ২৩:৩২ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ২৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপ এলেই প্রতি বছর কোটি টাকার প্রশ্ন, শিরোপা জিতবে কে? সম্পূরক প্রশ্ন হিসেবে চলে আসে-সোনার বুট যাবে কার হাতে? প্রতি বছরই দাবিদার হিসেবে নাম শোনা যায় বেশ কয়েক জনের। ১৯৩০ থেকে ১৯৭৮ বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাদের জন্য কোনো পুরস্কার বরাদ্দ ছিল না। কিন্তু বিশ্বকাপের ইতিহাসের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ওই সময়েরই, ফ্রান্সের জিস্ট ফুঁতেন ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করেন।

১৯৭৮ এর পর গোল্ডেন বুটের পুরস্কার রাখা হয়। ১৯৮২ থেকে এই পুরস্কারের নাম ছিল গোল্ডেন সু। ২০১০ থেকে নাম পরিবর্তন হয়, তখন থেকে এই পুরস্কারকে বলা হয় গোল্ডেন বুট।

বিজ্ঞাপন

গতবার যেমন সেটি গিয়েছিল এক মিডফিল্ডারের কাছে, ৬ গোল করে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। রদ্রিগেজকে ব্যতিক্রম ধরলে এর আগের বেশির ভাগ আসরেই সেটি কোনো না কোনো স্ট্রাইকারই পেয়েছেন। এবারও তাই, ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬ গোল করে এই আসরে গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও ফরোয়ার্ড হ্যারি কেইন। মাঠে ছিলেন ৫৭৩ মিনিট। দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনি এই পুরস্কার জিতলেন। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে গ্যারি লিনেকার জিতেছিলেন গোল্ডেন বুটের পুরস্কার।

প্রতিবারের মতো এবারও ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম দাবীদার ছিল। এ দাবীর পেছনে তরুণ এ দলটির মূল কারণ কেইনের মতো একজন তারকা। টটেনহ্যামের হয়ে গেল মৌসুমে ৪৮ ম্যাচে ৪১ গোল করা এ ইংলিশ স্ট্রাইকার দেশের জার্সি গায়েও ছিলেন বেশ উজ্জ্বল। তবে, ইংলিশরা চতুর্থ হয়ে শেষ করে নিজেদের বিশ্বকাপ মিশন।

দেশের জার্সিতে ৩০ ম্যাচে কেইন প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৯ বার। রাশিয়া বিশ্বকাপে ১৮ জুন নিজের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করেন কেইন। এরপর ২৪ জুন পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংলিশ দলপতি। ৩ জুলাই শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে করেছিলেন আরও একটি গোল।

দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে গোল করেছেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার দেনিস চেরিশেভ, চ্যাম্পিয়ন দল ফ্রান্সের কাইলিয়ান এমবাপে এবং অ্যান্তোনিও গ্রিজম্যান।

১৯৮২ সালের পর থেকে যারা পেয়েছেন এই পুরস্কার:
১৯৮২ স্পেন বিশ্বকাপ: পাওলো রসি (ইতালি), ৬ গোল
১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ: গ্যারি লিনেকার (ইংল্যান্ড), ৬ গোল
১৯৯০ ইতালি বিশ্বকাপ: সালভাতোর শিলাচি (ইতালি), ৬ গোল
১৯৯৪ আমেরিকা বিশ্বকাপ: ওলেগ সালেনকো (রাশিয়া) এবং রিস্টো স্টোইচকভ (বুলগেরিয়া), ৬ গোল
১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ: ডেভর সুকার (ক্রোয়েশিয়া), ৬ গোল
২০০২ দ. কোরিয়া-জাপান বিশ্বকাপ: রোনালডো (ব্রাজিল), ৮ গোল
২০০৬ জার্মানি বিশ্বকাপ: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি), ৫ গোল
২০১০ দ. আফ্রিকা বিশ্বকাপ: থমাস মুলার (জার্মানি), ৫ গোল
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), ৬ গোল
২০১৮ রাশিয়া বিশ্বকাপ: হ্যারি কেইন (ইংল্যান্ড), ৬ গোল

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর