Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা গোলরক্ষক হলেন বেলজিয়ামের কোর্তোয়া


১৫ জুলাই ২০১৮ ২৩:৪২

।। স্পোর্টস ডেস্ক ।।

ফুটবলে গোলরক্ষক হয়ে খেলা হয়তো বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। গোলরক্ষকের কাজটা এমনই-কোনো ভুল করা যাবে না। একটা ভুল হলেই এর মাশুল হবে চরম। আবার নির্ভুল খেলে দলকে জয় এনে দিলেও সুনাম পাওয়া যায় কই? তিনি তো আর মাঠে কারিকুরি দেখিয়ে দর্শক মন জয় করেননি! দৃষ্টিসুখকর অসধারন ড্রিবলিং বা বাইসাইকেল কিক করে গোল করেননি! তাই তাকে কে মনে রাখে?

তবে, প্রতি বিশ্বকাপের মতো রাশিয়া বিশ্বকাপ মনে রাখবে বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া। এবারের গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন তিনি।

গোলরক্ষকের কাজটাই একটি থ্যাঙ্কসলেস জব। জাতির সম্মান নির্ভর করে তার গ্লাভস জোড়ায়। সব মিলিয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন বড় বিষন্নতায় ভরা। তারপরও রাশিয়া বিশ্বকাপে আলাদা করে থ্যাঙ্কস পাবেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। ক্লাব ক্যারিয়ারে চেলসির হয়ে খেলা কোর্তোয়া রাশিয়ায় ছিলেন দলের অভিভাবকের মতো। সবাই ম্যাচে যেমনই খেলুক, চিরবিশ্বস্ত হাত দুটি নিয়ে তিনি ছিলেন সদা প্রস্তুত। আগলে রেখেছিলেন নিজের পোস্ট, আগলে রাখেন দলের সম্মান। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন তিনি।

১৯৯৪ সালের পর থেকে গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন যারা:
১৯৯৪ আমেরিকা বিশ্বকাপ: মাইকেল জর্জিস (বেলজিয়াম)
১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ: ফ্যাবিয়েন বার্থেজ (ফ্রান্স)
২০০২ দ. কোরিয়া-জাপান বিশ্বকাপ: অলিভার কান (জার্মানি)
২০০৬ জার্মানি বিশ্বকাপ: জিয়ানলুইজি বুফন (ইতালি)
২০১০ দ. আফ্রিকা বিশ্বকাপ: ইকার ক্যাসিয়াস (স্পেন)
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ: ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
২০১৮ রাশিয়া বিশ্বকাপ: থিবাউট কোর্তোয়া (বেলজিয়াম)

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর