Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তি পেলের পাশে এমবাপে


১৫ জুলাই ২০১৮ ২৩:৫৮ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

পর্দা নামলো রাশিয়া বিশ্বকাপের, আর শেষ হাসিটা হাসলো ফ্রান্স। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর দিনে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন ফরাসি তারকা স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের ফাইনালে গোল করেন পেলে। এবার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় তরুণ হিসেবে ১৯ বছর বয়সে গোল করে পেলের পাশে নাম লেখান এই তরুণ ফুটবলার।

দ্বিতীয় তরুণ হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ড এমবাপেকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কিংবদন্তি পেলে। সেখানে তিনি লেখেন, ‘দ্বিতীয় তরুণ হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার ক্লাবে তোমাকে স্বাগতম। একজন সহযোগী পেয়ে ভালো লাগছে।’

বিজ্ঞাপন

ফাইনালে শুধু গোল করে নয়, তরুণ উদীয়মান ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফি আর তরুণ তারকার খেতাবটাও জিতলেন এমবাপে।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর