কিংবদন্তি পেলের পাশে এমবাপে
১৫ জুলাই ২০১৮ ২৩:৫৮ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০০:০৩
।। স্পোর্টস ডেস্ক ।।
পর্দা নামলো রাশিয়া বিশ্বকাপের, আর শেষ হাসিটা হাসলো ফ্রান্স। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর দিনে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন ফরাসি তারকা স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের ফাইনালে গোল করেন পেলে। এবার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় তরুণ হিসেবে ১৯ বছর বয়সে গোল করে পেলের পাশে নাম লেখান এই তরুণ ফুটবলার।
দ্বিতীয় তরুণ হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ড এমবাপেকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কিংবদন্তি পেলে। সেখানে তিনি লেখেন, ‘দ্বিতীয় তরুণ হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার ক্লাবে তোমাকে স্বাগতম। একজন সহযোগী পেয়ে ভালো লাগছে।’
ফাইনালে শুধু গোল করে নয়, তরুণ উদীয়মান ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফি আর তরুণ তারকার খেতাবটাও জিতলেন এমবাপে।
Only the second teenager to have scored a goal in a #WorldCupFinal! Welcome to the club, @KMbappe – it's great to have some company! // O segundo adolescente a marcar um gol em uma final de #CopaDoMundo! Bem-vindo ao clube, Kylian – é ótimo ter a sua companhia! https://t.co/g8b2gLTy7B
— Pelé (@Pele) July 15, 2018
সারাবাংলা/এসএন