Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি ভাবছেন ইমন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬

রাত পোহালে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের বিপিএল শেষ হওয়ার কথা ২৩ জানুয়ারি। আর বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার কথা ২৮ জানুয়ারি। অর্থাৎ বিশ্বকাপের আগে আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ একদমই কম। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন বিপিএলকেই তাই বিশ্বকাপের প্রস্তুতি মনে করছেন।

সম্প্রতি জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন ইমন। তরুণ এই ওপেনার বিপিএল খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সিলেট।

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন কিনা, এমন প্রশ্নে ইমন বলেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’

বিজ্ঞাপন

বিপিএলে সিলেটের প্রস্তুতি খুব ভালো বলেছেন ইমন। তরুণ ওপেনার বলেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাই চেষ্টা করব আমরা আমাদের সেরাটা ওখানে দেওয়ার। সব মিলে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক সামনে কী হয়।’

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে সিলেট। সিলেটের প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্য, বলেছেন ইমন।

তিনি বলেন, ‘সাধারণ পরিকল্পনা। খুব বেশি চিন্তা করছি না আমরা। আমরা চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। স্বভাবিকই আছে সব।’

বিজ্ঞাপন

শিরোপা জয়ের লক্ষ্য রাজশাহীর
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর