Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১৮ কোটির বেশি টাকা পাচ্ছে ফ্রান্স


১৬ জুলাই ২০১৮ ০০:০২ | আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৯:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

২০১৮ ফিফা বিশ্বকাপ পুরস্কারের অর্থমূল্য ঘোষিত হয় ২০১৭ সালের অক্টোবরে। সেমি ফাইনালের আগেই বিদায় নেয় সর্বোচ্চ পাঁচবার শিরোপা জেতা ব্রাজিল, দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতা জার্মানি আর দুইবার শিরোপা জেতা আর্জেন্টিনা। সেমির আগেই বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, চতুর্থ হয়ে বিদায় নেয় আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠে ১৯৯৮ সালের জয়ী ফ্রান্স। প্রথমবারের মতো ফাইনালে উঠা ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ফরাসিরা। তাতে, দেশটি পাচ্ছে ৩১৮ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

রাশিয়ায় অংশ নিয়েছিল ৩২টি দেশ। সবাই কম-বেশি পুরস্কার মূল্য পাচ্ছে এবার। ৪০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হচ্ছে ৩২ দেশকে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬ দল পাচ্ছে ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তাতে প্রত্যেক দল পাবে ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদের মতো নিয়ম অনুযায়ী গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি পাচ্ছে ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি ২ লাখ ৮ হাজার টাকা। গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল।

শেষ ষোলো থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা। এছাড়া শেষ ষোলো থেকে বিদায় নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, মেক্সিকো, এশিয়ার দেশ জাপান, ডেনমার্ক, সুইজারল্যান্ড আর কলম্বিয়া। তারা প্রত্যেকে পাচ্ছে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকা। এতে ফিফার খরচ হচ্ছে মোট ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনাল খেলেছে আটটি দল। তাদের জন্য বরাদ্দ ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শেষ আটে বা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, স্বাগতিক ও আয়োজক দেশ রাশিয়া এবং সুইডেন। এই চারটি দলের প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকা।

চ্যাম্পিয়ন দল ফ্রান্স পায় ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা। রানার্সআপ দল ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা। তৃতীয় স্থান অর্জনকারী বেলজিয়াম পায় ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০১ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকা। আর চতুর্থ স্থান দখলকারী ইংল্যান্ড পায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি ৩০ লাখ ৭২ হাজার টাকা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর