সকালটা শুরু হয়েছে মর্মান্তিক এক দুঃসংবাদ দিয়ে। বিপিএলের তৃতীয় ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। পরে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মৃত্যুর খবর এসেছে। এমন শোক নিয়ে খেলতে নেমে বোলিং ইনিংসটা ভালোই হয়েছে ঢাকার।
রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা। স্পিনারদের দারুণ বোলিংয়ে রাজশাহীকে ১৩২ রানেই আটকে দিয়েছে ঢাকা। বিপিএলের শুরুটা দারুণ হয়েছিল রাজশাহীর। প্রথম ম্যাচে সিলেটের ১৯০ রান পেরিয়ে জিতেছে দলটি। তবে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংটা ভালো হলো না নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। অপর ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন ১৫ বলে ২০ রান করে।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হাত খুলতে চাইতেই আউট। আজ ফিরেছেন ২৮ বলে ২টি করে চার-ছয়ে ৩৭ রান করে। আগের ম্যচের হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ইনিংস ধরে রাখার চেষ্টা করতে করতেই ফিরেছেন ২৩ বলে ২৪ রান করে। পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ করেছেন ২৬ বলে ২ চারে ২৬ রান।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমেছে রাজশাহী। ঢাকার স্পিনাররাই ভুগিয়েছে রাজশাহীকে। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাসির হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।