Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
জয়ে টুর্নামেন্ট শুরু ঢাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২

দ্বাদশ বিপিএলের শুরুটা ভালো হলো ঢাকা ক্যাপিটালসের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ঢাকা। আগে বোলিং করে রাজশাহী ওয়ারিয়ার্সকে ১৩২ রানে আটকে রাখার পর ‘দশে মিলে করি কাজ’ পন্থায় রান তাড়া করেছে ঢাকা।

শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতেছে ঢাকা ক্যাপিটালস। শেষ দিকে ১০ বলে ২১ রানের দারুণ একটা ইনিংস খেলে ঢাকার জয়ে বড় অবদান রেখেছেন আলোচিত ক্রিকেটার সাব্বির রহমান।

ঢাকার প্রথম ম্যাচ হলেও রাজশাহী ওয়ারিয়ার্সের এটা আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সিলেটকে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দলটি। আজ দ্বিতীয় ম্যাচে তাদের হারতে হলো।

আজ সকালটা শুরু হয়েছে মর্মান্তিক এক দুঃসংবাদ দিয়ে। বিপিএলের তৃতীয় ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। পরে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মৃত্যুর খবর এসেছে। এমন শোক নিয়ে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল ঢাকা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর ১৩২ রানের জবাব দিতে নেমে ঢাকাও যে খুব স্বচ্ছেন্দে এগুতে পেরেছে তেমনটা হয়। ফর্মে থাকা জাতীয় দলের সাইফ হাসান ওপেনিংয়ে নেমে ফিরেছেন মাত্র ১ রান করে। অপর ওপেনার পাকিস্তানের ওসমান খান ফিরেছেন ১৫ বলে ১৮ রান করে।

তবে তিনে নেমে দায়িত্বশীল একটা ইনিংস খেলেছেন আবদুল্লাহ আল মামুন। তার ৩৯ বলে ৪৫ রানের ইনিংসটা ঠিক টি-টোয়েন্টি সূলভ নয় তবে এই ইনিংস ম্যাচে ধরে রেখেছিল ঢাকাকে। মাঝের ওভারগুলোতে মোহাম্মদ মিঠুন (১০ বলে ১২), নাসির হোসেন (২২ বলে ১৯ রান) দলকে চাপে ফেলেছিলেন।

সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর ষষ্ঠ উইকেট জুটি সেই চাপ কাটিয়ে জিতিয়েছে ঢাকাকে। ষষ্ঠ উইকেট জুটিতে ১৮ বলে ৩৬ রান তোলেন দুজন। তার মধ্যে সাব্বির একাই করেছেন ১০ বলে ২১ রান। তার ইনিংসে চার ১টি ছক্কা ২টি। শামীম অপরাজিত ছিলেন ১৩ বলে ১৭ রান করে।

১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ঢাকা। রাজশাহীর হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ।

এর আগে বোলিংটা ভালো করেছে ঢাকা। আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। অপর ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন ১৫ বলে ২০ রান করে।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হাত খুলতে চাইতেই আউট। আজ ফিরেছেন ২৮ বলে ২টি করে চার-ছয়ে ৩৭ রান করে। আগের ম্যচের হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ইনিংস ধরে রাখার চেষ্টা করতে করতেই ফিরেছেন ২৩ বলে ২৪ রান করে। পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ করেছেন ২৬ বলে ২ চারে ২৬ রান।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমেছে রাজশাহী। ঢাকার স্পিনাররাই ভুগিয়েছে রাজশাহীকে। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাসির হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর