Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশমের সংবাদ সম্মেলনে পগবাদের ‘হামলা’


১৬ জুলাই ২০১৮ ১৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।। 

গুরুগম্ভীর সংবাদ সম্মেলন হচ্ছে বিশ্বকাপ ফাইনালের পর। বিশ্বকাপজয়ী ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে প্রশ্ন করছেন সাংবাদিকেরা। হঠাৎই সেখানে ঢুকে পড়লেন একদম খেলোয়াড়। নেচেগেয়ে মুহূর্তেই সরব করে তুললেন পরিবেশ। শ্যাম্পেন ছটাতে শুরু করলেন সবখানে, দেশমকে ভিজিয়ে দিলেন পানি আর শ্যাম্পেনে। কীসের সংবাদ সম্মেলন, ওখানে উপস্থিত সাংবাদিকদের সবাই ব্যস্ত হয়ে পড়লেন ছবি তুলতে।

কাল বিশ্বকাপ ফাইনালের পর এমন একটা দৃশ্যের জন্ম হলো সংবাদ সম্মেলনে। ফাইনালের সময়ই শুরু হয়ে গিয়েছিল তুমুল বৃষ্টি, দেশম তখনই নিজে টিজে একাকার। কাপড় বদলে এলেন সংবাদ সম্মেলনে, সেখানেও আরেক দফা ভিজে যেতে হলো। শেষ পর্যন্ত কাপড় বদলে আবার শুরু করতে হয়েছে সম্মেলন।

বিজ্ঞাপন

ছাত্রদের এমন ‘বাঁদরামিতে’ শিক্ষএক্র রাগ করারই কথা। তবে ফাইনালের দিন কি ওসব মনে রাখা যায়? দেশমও হাসতে হাসতে বলেছেন, ‘ওরা সবগুলো একেকটা পাগল। ফাইনালের জেতার পর ওদের খুশিতে প্রায় মাথা খারাপ অবস্থা। বয়স কম তো!’

তবে দেশম জানেন, এই অর্জনের মূল্য কতখানি। ২০ বছর আগে এই কাপটা নিয়েছিলেন খেলোয়াড় হিসেবে। আর ২০ বছর পর সেই কাপ নিলেন কোচ হিসেবে। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব এর আগে শুধু ছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও মারিও জাগালোর। দেশম যোগ দিলেন তাঁদের সঙ্গে। মনে করিয়ে দিলেন, একজন খেলোয়াড় যত কিছুই জিতুন, বিশ্বকাপ ফাইনালের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, আমি কোনো অর্জনকে ছোট করে দেখছি না। কিন্তু বিশ্বকাপ হচ্ছে বিশ্বকাপ, এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’

দেশম বলেছেন, এই স্মৃতি সারাজীবন সঙ্গে থাকবে খেলোয়াড়দের, ‘২০ বছর আগে যখন জিতেছিলাম, অনুভীতি ছিল অন্যরকম। এখন তারা জিতল, তারা বুঝবে বিশ্বকাপে জেতাটা আসলে কতটা বড়।’

সারাবাংলা/ এ এম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর